প্রতিদিনের মতোই সন্ধ্যায় অস্থির পায়চারি
তোমার আসার অপেক্ষায়।
একঝলক দেখবো বলে,
মনের অগোচরে,কথার ফাঁকে,
চুলের গন্ধ নেবার আশায়।
গালে পোঁকা সরানোর ভান করে
অযথাই ছুঁয়ে দেবো চিবুকের কোণ ।
প্রণয়ের মিথ্যে হাতছানিতে ভিজে যাবে
তৃষ্ণায় কাতর বুভুক্ষ  আমার মন।
মুগ্ধ দৃষ্টি লুকাতে চোখ রাখবো দূর সোনালী গোধূলিতে ।
তোমার সান্নিধ্যে মন ভরাবো পুজোর প্রসাদের তৃপ্তিতে |
এক ফোঁটা মমতা  দিয়ে আমার  সমস্ত উত্তাপ শুষে নাও
নিমেষে,
সূর্য গ্রহনের মতো আমার সর্বশ্য গ্রাস করে  আবার
হেঁটে চলে যাও  কতো অনায়াসে !