তোমার স্মিত হাসির পিছনে কি অলৌকিক মায়া?
সারা ঘরে তোমার অস্তিত্ব ঘিরে এক ভৌতিক ছায়া।
অহেতুক কোনো কারণে তোমার কপালের ভাঁজ
বিস্মিত হয়ে তোমার শ্বাসরুদ্ধ হাসি আজ।
আমার অকস্মাৎ উপস্থিতি তোমার দরজার ওপাশে
অজ্ঞাত প্রতারণার গন্ধ পাই আমার উষ্ণ নিঃশ্বাসে।
কি এক আকর্ষণে ফিরে তাকাই বারবার।
তাঁর ছেঁড়া সুরের মতো ইতস্ততা যেন তোমার।
আমার দৃষ্টি তোমার অপলক কালি মাখা চোখে
বিষন্ন হাসি মুছে এবার দেখি এলো কেশি মুখে।
গরম চায়ের কাপে রয়ে গেছে উষ্ণ ঠোঁটের ছাপ,
তার অবশিষ্ট তৃষ্ণার্ত আর্তনাদে তোমার অব্যর্থ অনুতাপ।
সেই সুখ স্পর্শের রহস্য স্মিত হাসিতে থাকে বন্দী
আমার তৃতীয় দৃষ্টির বিশ্বাস ঘাতকতার হতবাক উপলব্ধি।