তখন চাহিদা ছিল নাম মাত্র।
একটু মৃদু হাসি।
এক কাপ চা।
অবিরল অর্থহীন আলাপের মাঝে নীরবতা।
সাথে ঝাল মুড়ি আর তোমার একঝলক দেখা।
দুয়ার থেকেই বিদায় , হৃদয় ভরা অসমাপ্ত গল্প লেখা।
এভাবেই পৃথিবীটা গড়াতে পারতো আরো পূর্ণিমায়।
আড়াল থেকে তোমার অস্থিরতা দেখেছি স্বেচ্ছায় ,
চা বানিয়ে উদ্বিগ্ন আমার আগমনের অপেক্ষায়।
এই লগ্নটুকু তো অমূল্য, একান্তই আমার।
ভেবে নিলাম সে অনুভূতি গভীর ভালোবাসার।
এখন একটি জানালা আমার অন্ধকার কারাগারে,
নিভৃতে বিলাস আমাদের একান্ত সময়ের স্মৃতিমাখা চাদরে।