ঠিক ঐভাবে একবার দাঁড়াতে যদি।
সূর্যাস্তের একটু আগেই,
অস্তগামি সূর্য কিরন ছুঁয়ে দিতো তোমার চুল।
নরম রশ্মিপরম আদরে আঁকতো সিঁথিতে একফোঁটা সিঁদুর।
আর আমার বুকের জলে দেখতাম তোমার সিঁথির  প্রতিফলন।
রক্তলাল ।
হোক না তা আমার একান্ত অবগুণ্ঠন।