যেদিন ছিঁড়েছ আমার শেকড় ,
এক ভূমি থেকে তুলে অন্য নর্দমায়ে ছুঁড়ে দিয়েছো,
তখন পুনর্জন্মের আকাঙ্খায় তাই আঁকড়ে ধরে
চুষে নিয়েছি ওই বিষাক্ত জল।
এর পরে হাত পা মাথা গজিয়েছে।
নর্দমার জলে ভেসে এসে পাড়ের মাটিতে একদিন
পাও রেখেছি , শিকড় গজানোর আশায়।
বুক ভরে নিশ্বাস নিতে গিয়ে বুঝেছি ,
আমি আবার ডুবে যাচ্ছি ঐ জলকাদার গভীরে।
নর্দমার জল ভরা ফুসফুস আমার।
ডুবে যাবার আগ মুহূর্তেই আমার নতুন মুখের প্রতিবিম্ব দেখলাম ওই জলে।
তার সাথে আমার আগে আর দেখা হয় নি।
ঐ মুখে গলে পড়ছিলো রক্ত সিক্ত অশ্রু জল।