বুঝবে সেদিন
যেদিন রাঙ্গা বৌ বলে কেউ ডাকবে না।
অপলক তোমার মুখের দিকে তাকিয়ে অপ্রস্তুত লজ্জায় ফেলবে না তোমায়।
দিনের শেষে চুল শুকানোর সময়ে অপ্রয়োজনে বারান্দায় দাঁড়াবে না এক ঝলক গন্ধ নেবার আশায়।
একাকীত্বের অশ্রু গলে ভেসে যাবে বুকের শূন্যতায়
স্মৃতির চাদর বুনবে ধূসর ভালবাসার প্রেমহীন সুতোয়।
আমার ছায়া তোমার সিঁথিতে সেদিন ছোঁয়াবে এক ফোঁটা সিঁদুর, তুমি ছাড়া কেউ দেখবে না।