এখন আমার প্রায়ই প্রকৃতিকে ঈর্ষে হয়।
আকাশে যখন এক ঝাঁক পাখিরা উড়ে যায়,
ওদের ডানার ছায়ায় আঁকা আকাশে আলপনা
তোমায় ছুঁয়ে গল্প করার আমার অহেতুক  কল্পনা।
একাকিত্বের প্রলাপ দিয়ে সাজাই আমার শূন্য বাসর,
নদীর জলে আড্ডায় ব্যস্ত যখন পাতিহাঁসদের আসর।
আমার উঠানে সদলবলে প্রতিবিকালে হরিণের আগমন
কালবৈশাখীর ঝড়ে মাতাল বৃক্ষদের উন্মাদ আলিঙ্গন।
গভীর রাতে এই ঘরে অশরীরী আত্মারাও যেন হাত ধরে হাঁটে।
নিঃসঙ্গ প্রহরে পিঁপড়া সারির সংখ্যা গুনে আমার সময় কাটে।
বড্ডো ইচ্ছে হয় অবশিষ্ট স্বাধীনতায় শুধু একবার হারাবো।
আকাশের নিচে দাঁড়িয়ে তোমার ভালোবাসায় ফুসফুস ভরাবো।