পৃথিবীর আকাশ যখন হয় ভূমি,
মেঘের সাগরে পা ডুবাই আমি।

তোমাকে হারিয়ে নিঃশব্দ চিৎকার
রক্তাক্ত হৃদয় অবহেলায় হাহাকার।

মনের নোনা জলে ডুবে অস্তগামী সূর্য
অবান্তর অর্থহীন ভালোবাসায়, কি অসহ্য!