তোমায় ভালোবাসা যেন
বৃষ্টির জলে চোখের অশ্রু ধোয়া।
ভোরের কুয়াশায় দীর্ঘশ্বাস লুকিয়ে
তোমার অকস্মাৎ চলে যাওয়া।
তৃষ্ণার্ত চাতকের মতো থাকি অপেক্ষায় ;
আকাশের মেঘ নামবে যখন বর্ষায়।
চাঁদের আলোয় ছায়া ঢাকা পদক্ষেপ ,
আজ লুকাবো না বুনো মনের আক্ষেপ।
এবার তোমার চোখের দিকে তাকিয়ে,
নিঃশব্দ উচ্চারণে বিশ্বাসের কথা দিয়ে,
স্তব্ধ বুকের আড়াল ভাঙবো তোমার চিবুক ছুঁয়ে।
এক কিশোরী ঝর্ণার জলের শব্দে তুমি হেসে উঠবে খিলখিলিয়ে।
সেই মুহূর্তে জেনো, তোমাকে নিঃস্বার্থ ভালোবাসার দায়,
আমার অস্তিত্বহীন সত্ত্বার দম্ভ নির্বিকার তোমার অবহেলায়।