আজ আমার অনেক আনন্দ !
হয়ত আজই বলবে আমায় তার ভালবাসার কথা।
মনে পড়ছে সব পুরনো স্মৃতি!
কতো খুনসুটি, আলাপের মাঝে তর্ক ! তারপরেও ঘণ্টার পর ঘণ্টা গল্প করেছি কত সন্ধ্যা!

গতকাল কলেজে ক্লাস শেষে দেখি দাঁড়িয়ে আছে সে।
" কাল একটু সময় করে আসবি ? জরুরি কথা ছিল।"
সেই থেকে আমার সারারাত ঘুম হয়নি।
তাই আজ নীল  টিপ পরে চুল খোলা রেখে বসে আছি।
ক্লাসে উপমার পাশে বরাবরের মত বসেছি।

"কিরে মন কোথায় তোর?"
উত্তর দিতে লজ্জা পেলাম ।
আমার মন পরে আছে ভীষণ ভাল লাগার মুহূর্তের
অপেক্ষায়।

আজ কি আমার হাত ছোঁবে সে ?
নিষ্ঠুর সময় অবশেষে বিকাল চারটার ঘণ্টায় পৌঁছুল ।
বাইরে দ্রুত বের হবার আগেই উপমা আমায় থামাল।
“আমার সাথে যাবি না ?"
"একটু দাঁড়া , আসছি|" কাঁপা গলায় বলেই চোখ পড়লো গেটের ওপাশে ।
হাল্কা নীল শার্ট , কাল চশমার নিচে আমার মুখেই যেন তার দৃষ্টি আটকে আছে।
আমি হালকা পায়ে এগিয়ে গেলাম ।
" কি হয়েছে ? "
গলায় দ্বিধা , তারপর বলল, " একটা চিঠিতে সব লেখা আছে , যত টুকু পেরেছি."
ভাবলাম আমার সাথে এতো কিসের সঙ্কোচ?
তারপর আমার চোখের দিকে তাকিয়ে বলল," পারবি দিতে ? আমি মুখে বলতে পারছিনা "
আমার কপালের নীল টিপ ম্লান হয়ে গেল তার চোখ অনুসরণ করেই ।
শূন্য দৃষ্টি আটকে গেল দূরে অপেক্ষায় দাঁড়ানো উপমার দিকে ।
কল্পনার নিবিড় মুহূর্ত গুলো নিমেষে অশ্রুর ধোঁয়ায় যেন বাষ্পীভূত হয়ে গেল ।
হাসি মুখে বললাম ," পারবো "
তোর প্রেমের বাহক হয়ে ভারী পায়ে এগিয়ে গেলাম ।
উপমার চোখের দিকে তাকিয়ে উপলব্ধি করলাম , এই প্রতিমার মুখ তো ভাল না বেসেই নয়।