একজীবনের নৌকায় বসে অন্য জীবনের দিগন্তে নোঙর ঘুঁজি,
ক্লান্ত দিনের সাহ্নে তোমার সঙ্গ কামনায় যখন দুচোখ বুজি।
আমার ভেজা চুলে তোমার প্রেমের সদ্য গন্ধ অবহেলায়
এখনো তোমার মুগ্ধ দৃষ্টি যেন চুম্বকের মতো ডাকে আমায়।
একঝলক দেখা দিয়ে তুমি চলে যাও বুক খালি করে
অব্যক্ত অনুভূতিগুলো তখন অশ্রুজল হয়ে ঝরে।
আত্মহত্যার পূর্ব মুহূর্তে আমার হঠাৎ অনুধাবন
তোমাকে একান্ত করে না চাইবার ব্যর্থ অনুশীলন,
নামহীন বেদনারা পৃথিবীতে হয়তো এভাবেই মরে ?