এলোমেলো ইচ্ছে গুলো যেন কালবৈশাখীর ঝড়ে উড়ছে!
বিবেকের তাড়নায় লাগামহীন চেতনার দল ছুটছে!
অস্থির কথোপকথনে নিজের মনের সাথে লড়াই নির্ঘুম রাতে
অবচেতন পিশাচের নিষ্ঠুর নির্যাতন অতঃপর উল্লাসে মাতে
অকারনে অহেতুক বাহানা ,সমাজের ধিক্কার !
ছিনতাই, চুরি ;অনায়াসে করে চলি অবিচার ।
ট্রেনের গতিতে কথা ছুঁড়ছি অসংযত আবেগে।
ছুটে চলি সেই অজানা প্রবৃত্তি কে পোষার লোভে।
তারপরে আবার ডুবে যাই ক্লান্তির চোরাবালিতে।
অনীহায় মুখ লুকাই স্মৃতির অন্ধকার গলিতে।
বিমুখ পৃথিবীর বুকে ঠাঁই মিলে না যখন,
ঝকঝকে রোদ্দুর আকাশ মেঘলা হয় তখন।
দুই মেরুর মাঝখানে একটু যদি পেতাম আশ্রয়,
থামাতে পারতাম হয়ত চরম দ্বন্দ্বের এই প্রলয়।
গির্জা মসজিদ মন্দির পেরিয়ে মানবীর প্রেম পেতে,
জ্বলবে নিশ্চয় এই হৃদয়ের অবশিষ্ট দীপের সলতে।