তোমরা গিয়েছো চলে—তাই সময়েরা হারিয়েছে ঢেউ,
নিভেছে সমুদ্রের আলো আর নীলিমার নীল;
উড়ে গেছো ঝড়ে, তাই প্রিয় পতাকাখানি শরীরে
নিয়েছি মুড়ে কাফনের মতো, ভুলেছি বসন্তের গান।
ক্ষণিকের শীত নয়—অনন্ত বর্ষায় দেখি লুকিয়েছো অভিমানে;
তোমাদের না পেয়ে ফুঁসেছে সীমান্ত, রাতভর ডেকে হয়রান
তারবিদ্ধ ফেলানী; তোমরা দীর্ঘ ঘুমে, তাই ছায়াপথ ঘিরে স্তব্ধতা
তোমরা মিলেছো শূন্যতায়, তাই আকাশ নিয়েছে আড়ি তারাদের সাথে।
শিশিরের মতোন তোমরা তবু ছুঁয়ে দিলে সূর্য—ওই দ্যাখো,
ঘাসেরা উষ্ণীষ ছেড়ে তুলেছে শিরস্ত্রাণ এই বেলা;
তোমাদের খোঁজে কালো ব্যাজ বুকে মিছিলে নেমেছে ফেব্রুয়ারি,
তোমাদের কোমল উদযাপনে দিগন্ত রাঙা রুধিরের লালে।
তোমরা লুকালে অন্ধকারে, তাই এখন প্রহরজুড়ে মধ্যরাত;
তোমাদের হারিয়েছি তান্ডবে, এখন হৃদয়ে খাণ্ডবদাহ।
(পরিমার্জিত / প্রথম প্রকাশ: ‘হৃদয়ের রাজপথে,’ পাঠসূত্র প্রকাশনী, ফেব্রুয়ারি ২০১২)