শুনেছি উল্লাসে ছুটে যেতে যেতে,
শুনেছি ভিজে উচ্ছ্বাসে––বুকে চোখে নিয়ে ব্যাকুল অশ্রু,
হঠাৎ-নীরব শহরে লুকিয়ে অথবা পল্লীর আপাত:নিরাপত্তায়
পালিয়ে থেকেও শুনেছি অনেকেই,
শুনেছি জংগলের গহিনে এবং পাহাড়ের দুর্গমে শুয়ে,
এমনকি সীমান্তের ওপার থেকেও,
তরুণ-যুবা, প্রৌঢ়-মধ্যবয়সী অথবা অশীতিপর––
উদগ্রিব পেতেছি কান,
স্বাধীনতার দৃপ্ত সে আহ্বান শুনেছি আমরা প্রত্যেকে।
স্বদেশি কণ্ঠের সতেজতায় ভেজা, বিদেশি শব্দে বোনা ওই
প্রোজ্জ্বল পংক্তিমালা
এতটুকু হয়নি মলিন ইথারের বিরুদ্ধতায় ভেসে,
কী প্রতীক্ষিত তুমুল সে উচ্চারণ––
‘আজ থেকে বাংলাদেশ স্বাধীন’!
সমস্ত বোধের উৎস-কাঁপানো কী সুতীব্র সে দাবি––
এই দেশ মাটি ফসল আজ থেকে শুধুই আমাদের!
উৎসারণের অপেক্ষা শুধু––সংগে সংগে মস্তিষ্কের নিউরোনে
উৎসব ছড়ালো ওই উদাত্ত সুর-মূর্চ্ছনা,
পিঞ্জর-ছাড়া বিহঙ্গের মতো দুরন্ত কবিতা
মেঘের ডানায় ভেসে ছুঁয়ে দিলো দিগ-দিগন্ত;
কেবলমাত্র একটি সুদক্ষ উচ্চারণ––সংগে সংগে
খসে পড়লো শরীর জুড়ে শৃংখল,
নিদ্রোত্থিত জাগলো স্বদেশ।
কী অলঙ্ঘ্য সে উত্থান! কী আশ্চর্য সে জাগরণ!
যেন যুগভেরী উঠলো বেজে উন্মাদনার মতো,
যেন তীব্রতম জয়োল্লাসে উঠলো কেঁপে দিগ্বিদিক,
যেন সুদীপ্ত লাল-সবুজের ঢেউয়ে উঠলো নেচে সমুদ্র,
এক অসহ্য সুন্দর মানচিত্রে সুন্দরতম হলো ধরণী,
একটি গোপন স্বপ্নের মানপত্র রক্তের আখরে হলো লেখা
আজ এইমাত্র।
আজ এই মাহেন্দ্রক্ষণে দেখুক চেয়ে পৃথিবী––
সদ্যোজাত এই দেশে আজ থেকে ভবিষ্যতের শুরু,
সদ্যস্নাত এই দেহে আজ থেকে নিস্পৃহতার শেষ,
আজ থেকে বাতাস ভরে স্পর্ধা ছড়াবে বৃক্ষেরা,
আজ থেকে সাত কোটি স্লোগানে আকুল হবে বিশ্ব,
আজ থেকে সোনালি আঁশের গন্ধে মাতাল হবে বসুন্ধরা,
আজ থেকে পদ্মা-মেঘনা-যমুনা ঠিকানা হবে আমাদের।
এই সুনির্দিষ্ট ক্ষণে ইতিহাস সাক্ষী হোক––
এই মার্চে ধরিত্রীর শুদ্ধতম শিশু জন্ম নিলো বাংলার বুকে,
এই মার্চে এখনো শহর জুড়ে লাশ, আকাশ ভরে শকুন,
তবু শতাব্দীর শুভ্রতম সূর্য উঠলো হেসে নিরভ্রের প্রান্তদ্বারে,
এই ভোরে তাই উন্মাদনায় বাজুক প্রাণ,
এই ক্ষণে তাই অবাধ্যতায় জাগুক দেশ,
এই বেলা জীবন্ত প্রোথিত হোক স্বৈরাচার,
এইবার তবে যুদ্ধ হোক!
স্বাধীনতার অভ্রভেদী ঘোষণা শুনেছি আমরা সুনিশ্চিত
হে উত্তরাধিকার, হে অনাগত প্রাণ––
পৃথিবীর জল-স্থল-অন্তরীক্ষ খুঁজে জেনে গেছি অকস্মাৎ
কী অপরাজিত-অফুরান, কী অজর-অমর
কী সুবাসিত বাংলার ঘ্রাণ!
প্রথম প্রকাশ: বাংলা-কবিতা ডট কম, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ মার্চ ২০২৫ ইং