শোক দিবস চাই না, কারণ
এক জীবন কাটিয়ে দিতে পারি তোমাদের শোকে।
চাই না স্মরণের সুনির্দিষ্ট ক্ষণ,
যখন রাজনৈতিক মোনাজাত
এর পক্ষে ওর পুষ্পস্তবক এবং অশ্রু অর্পণ
সাময়িক ক্রোড়পত্র, এমনকি
সামরিক বুটের তলায় পিষ্ট হবে
তোমাদের নরম রক্তে ছাওয়া বনানীর ঘাস।
এক মিনিট নীরবতায় কি হবে,
যখন ঘন্টা, দিন, এমনকি বছর জুড়ে সয়েছি
প্রেতের উল্লাস, শুনেছি
ঘাতকের আড়ালে বসে ডাকিনীর হাসি।
তারচেয়ে এসো
অহোরাত্র ভালবাসার শিশিরে
ধুয়ে দেবো স্টিলের রেলিং
প্রতিবাদী চারা পুঁতে শপথের পানি দেবো
প্রতিদিন –– যখন-তখন।
শোক দিবস চাই না, কারণ
পঁচিশে ফেব্রুয়ারীর রোদ, বৃষ্টি এবং কান্না ঝরে
বছর জুড়ে।