গিয়েছে শাবান; সন্ধ্যা শশীর বাঁকা হাসি দেখো চেয়ে
শোনো পেতে কান––মাহে রমজান আবার আসিছে ধেয়ে;
মুমিন বুকের গুলবাগিচায় ফুল ফুটেছে নও ঘ্রাণে
মাগফিরাতের মেশকে মাতাল––প্রাণ হেসেছে রমজানে;
এ’লান করো এই খোশরোজে খোশ আমদেদ, তাহমিদে
দোষ-পাপ সব ছুঁড়ে দে রে আজ, জোশ বুকে চল মসজিদে!
মুসলিম সবে তসলিম গেয়ে তশরিফ আন খোদা পানে
কোথা তারাবিহ, সুবাহ সাদিক, ওঠ মেতে তার জয়গানে;
হারায়েছে যদি পূণ্য মশাল––পূণ্য প্রহরে নিস খুঁজে
কদর রাত্রি আছে তো লুকানো, এই রমজানে, নিস বুঝে!
গাও ভার শত পাপ-তাপ-ধূলে, পুরান ভুলেরা রোজ হানে?
লও তবে হাতে যাকাত-ভান্ড, যা আছে বিলাও কোরবানে;
ইবলিস, সে তো শিকলবন্দি––সারা মাস জুড়ে––তাই বলি
এইবার ছাড়ো দুনিয়া-ধান্দা, ফন্দি ফিকিরে দাও ‘বলি’,
উপবাসী রোজা রেখেছ অনেক, রিপু-নাশী রোজা হবে কবে?
হৃদয়-সিয়ামে কাটাবো বছর––এই রমজানে কও সবে!
ক্ষুধা নয় শুধু, শোন্ রে সাধক, ত্যাগের আলোয় ওঠ জেগে
হাজার কালোর আঁধার ঘুচুক রোজার ভালোয় জোর বেগে!

(প্রথম প্রকাশ: বাংলা-কবিতা ডট কম, ১ রমজান ১৪৪৬ হিজরি, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ)