আন্ধারমানিকের পাড়ে
গাঢ় হিম কালো পরিচিত আন্ধারে
তার চোখ জ্বলে ধিকি ধিকি––অবিরাম
নক্ষত্রের মতো,
শার্দুল-শ্বাসে ভিজে গহিনের গোলপাতা
ডোরাকাটা শরীর চিরে ক্ষুধা,
রোদ-খরা-জারে নাকাল মামা খুব––
ভিজে অহরহ ঝড়ে,
ক্ষুরধার নখ-থাবা রুদ্র ফেরে তবু
রোষে-তেজে-সংহারে,
হারিণিক বুকে জাগে উৎসব––নাসারন্ধ্র ভিজে বুঝি
হরিণের ঘ্রাণে!

নোনা বন জুড়ে তার রাজকীয় পথচলা
প্রিয় ছায়া তোলে ঝড় সুন্দরী বৃক্ষের প্রাণে

না, সে তো শুধু পশু নয়––
তাকে খোঁজো কেন পশুরের তীরে?
সে যে সৌম্য হয়ে শক্তি হয়ে জাগে
অনিবার, বেশুমার
বাংলার মানুষের ভিড়ে।


প্রথম প্রকাশ: বাংলা-কবিতা ডট কম, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ মার্চ ২০২৫ ইং