পুরাতন কাঁকর বিছানো ধূসর রাস্তায়
অন্ধের মত হাঁটছিলো লোকটি, যখন
বিষধর ছোবল দিল;
ছটফটিয়ে মরে যেতে যেতে তবু সে
পদতলে পিষ্ট করে গেলো কাল সাপটিকে;
বিষে নীল দেহ নিয়ে শুয়ে লোকটা,
তবু কোত্থেকে একটা খয়েরি শকুন এসে
হলুদ ঠোঁটে
খুটে খুটে খেলো লোকটাকে
তারপর সেও গেলো মরে।
ধূসর, ধূলিমলিন রাস্তাটিতে এখন
পাশাপাশি শুয়ে একজন নীল মানুষ
একটি কাল সাপ
এবং একটি খয়েরি-হলুদ রঙা শকুন...
সকলেই মৃত।
অদ্ভুত দেশ!