খুনের জানাজায়
রাষ্ট্রীয় টুপি পরে
খুনীরাও কাঁদে

উপহাসের আগরবাতি ছড়ায় ঘ্রাণ,
যদিও ব্যর্থ বুটের শব্দে লজ্জিত বিবেক
এবং খন্ডিত মানচিত্র

জাতির স্বন্ধোপরে ঘুণে ধরা খাটিয়ায় শুয়ে
ছিন্নভিন্ন, রক্তাক্ত কবিতাগুলো
তোপধ্বনির শব্দ শুনে, হাসে হো হো করে

(প্রথম প্রকাশ: বাংলা-কবিতা ডট কম, মার্চ ২০২৫)