না, না, বিষ খেয়ো না, মেয়ে
আমার থেকে একটুখানি বিরহ নাও চেয়ে
ওড়না দিয়ে সিলিং থেকে ঝুলবে কেন, মেয়ে
প্রেমের থেকে জীবন বড়, বিরহ তার চেয়ে।

বুক ভাসিয়ে অমন করে শ্বাস ফেলো না, মেয়ে
আমার থেকে স্বপ্নমাখা সুগন্ধী নাও চেয়ে
আর সবার মতন তুমিও যেন ভুল করো না, মেয়ে
পাওয়ার চাইতে চাওয়াই বড়, স্বপ্ন যে তার চেয়ে।

কষ্টে পুড়ে চোখের জলে ভাসবে কেন, মেয়ে
আমার থেকে একটু না হয় বিষাদই নাও চেয়ে
চাঁদের মায়ায় সূর্যটাকে ভুল বুঝো না, মেয়ে
সুখের চেয়েও দু:খ মহান, বিষাদ তো সবচেয়ে!


(প্রথম প্রকাশ: বাংলা-কবিতা ডট কম, ফেব্রুয়ারি ২০২৫)