হাজার বছরের ইতিহাস বুকে নির্ঘুম শুয়ে তুমি,
হে নগরশ্রেষ্ঠ--তব পবিত্রভূমে পাহাড়-উপত্যকা-পথ-প্রান্তরে
বিনম্র শ্রদ্ধায় হেঁটে গেছে কত নবী সেনাপতি, ব্যাকুল অন্তরে
তাহাদের ছায়া বুঝি আজও ফিরে তৃষ্ণায়; অলক্ষ্যে যায় চুমি
তারা সবে ভূমধ্যসাগর-স্নাত তব ধূলি-মাটি, তব নেশাঘ্রাণ
অশ্ব খুরে মেখে যেন আজও ছুটে সালাদিন; মানব শ্রেষ্ঠ
যে নবী, সেও তো তোমা পানে সিজদা-আনত ছিল বহুকাল--ভ্রষ্ট
তো হয় নাই; খোদার আদেশে যেবা ফেরালো স্বীয় দেহ-প্রাণ

ওই মক্কার দিকে--ঈর্ষা কি জাগে নাই মনে? কাঁদে নাই হৃদয়
অভিমানে? বুকে নিয়ে তবু সুলেমানী হায়কাল, উমরের মসজিদ--
দৃপ্ত, তৃপ্ত শুয়ে তুমি; মোকাদ্দাসের মিনার-কাঁপা আযানে শান্ত হয়
তোমার প্রাচীন দেহ রোজ ভোরে; ইয়াহুদী শ্লোক, খ্রিস্টের গীত
সকলি পেয়েছে স্থান ওই বুকে, যদিও পুণ্যমোহে প্রত্যেকে ধ্বনিতেছে দাবি,
বিস্ময়ে ভাবি, আছে কি তব গোপন অলিন্দে ধরাধামে শান্তির চাবি?