এক স্বদেশ অভিমান বুকে জেনো
শুয়েছি চিরনিদ্রায়

ভেবো না ছেড়ে গেছি


(২০০৯-এর পিলখানা/বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সামরিক, আধা-সামরিক, এবং বেসামরিক ব্যক্তিদের স্মরণে)