আড়ালের ফাঁদে আটকা পড়েছে প্রেম
নৈঃসঙ্গের পকেটভরা জমাটবদ্ধ মেঘ
ঢেউ শিকারী রাত্রি ডেকে আনে
বেদনা প্রসূত ভোর
আহা! থেমে নেই হিসেবের তিন কাটা;
ঘুরে চলছে হরদম দিনান্তের পথে
লুকানো বিনাশে কাঁপে হৃদয়
দুঃস্বপ্নের জীবন আয়ূ নিয়ে বাঁচে...!