ধর্ম এখন ফায়ারওয়াল— রক্তের বিনিময়ে আপডেট নেয়,
প্রার্থনা হারায় কানেকশনে, পিং হয় শুধু বন্দুকের গর্জনে।
মানুষ নেই, শুধু মুখোশ— মসজিদ-মন্দিরে হায় তাণ্ডবের ক্লাউড!
পয়গম্বরের আহ্বান নষ্ট ডিভাইসে, ভাষা শুধু বিভ্রান্তির ডেটা।
বুকের পাঁজরে কোরআন-পুস্তক-গীতা— সবই পোড়ে হিংসার শিখায়,
আল্লা-ভগবান-ঈশ্বর দাঁড়িয়ে— নীরব সাক্ষী ইতিহাসের আদালতে।
রক্তাক্ত শালু, ছিন্ন সিঁথি, সন্ত্রাসে জর্জর ‘বিশ্বাস’—
এই কি আমাদের মুক্তির ধর্ম? না কি নিখোঁজ মুখের পোস্টার?