কথা ছিলো আজ পূর্ণিমা
হেমন্তের আকাশে তবুও চাঁদ নেই
জমাটবদ্ধ মেঘেরা ঝরাচ্ছে কাঁচগুঁড়ো বৃষ্টি
জ্যোৎস্নাঋতু নীলাভ সন্ধ্যায় নির্বিকার
ডানামেলে উপোসী কপাট
অশ্রুমতী নদীর অদূরেই দেখি
মেঘ, জল, পীড়নের ঝড়ো বাতাসে
ছেয়ে গেছে আমনের মাঠ
এবং হঠাৎ মেঘে বজ্রে বিবাদে
ওষ্ঠ কোলাজে নামে বন্ধনছেঁড়া বৃষ্টি
রোদনগীতের শব্দেরা ধ্যাননিমগ্ন
শ্রুতিকে বধির করে দেয়
তন্দ্রাঘোরে,জলঠোঁটে ওঠে
সঙ্গম যাতনার ঝরোঝরো তান
পিপাসামিশ্রণ রাত্রির অনুবাদে
জলগলা ঢেকুর তোলে
পাতার আড়ালে আশ্রয় খোঁজা পাখি...।