কেবল তুমিই দেখ না
অন্ধকারের ভেতরকার প্রগাঢ় বেদনা

সেও তো প্রহরের অনুমিত দুঃখ

কুহক রাত্রির বেদনা এখন জোছনার তরজমায়
শুধুই কল্পনার পূরাণ
কুয়াশাগাহনে দূরের নদীতে
ঢেউ ভেসে যায় পারদের মতো

আর—

ভোরই গোধুলি পেরুতে
অপেক্ষায় থেকে থেকে নিয়ড়ে
টেনে নেয় অন্ধকারের নির্জনতা...