দুর্ভিক্ষের মাটি জড়িয়ে লুটোচ্ছে
সূর্যের পাঁজরভাঙা আর্তনাদ
ভূমধ্যসাগরজুড়ে রক্তশোকের ঢেউ
তামস-ঋতুর করালগ্রাসে
থুবড়ে পড়েছে শিমুলের বসন্ত রূপ
কোথাও প্রেম নেই, ভালোবাসা নেই
নেই শাশ্বত চুমুর স্পর্শ
ফিরিঙ্গি গোলকধাঁধায়—
বুনো ইঁদুর আটকা পড়ছে ঈগলের নখে
সমলয় চক্রব্যূহে মরুদ্দানে আহা!
কোন সে বাঁশিয়াল বাজায়
ইসরাফিলের বিধ্বংসী সুর
দিগন্ত প্রান্তরে যতদূর যাই কান পেতে শুনি
শুধুই সভ্যতার দলিত শব্দের কান্না...।