মৌন মুখর শিল্পের গ্রাম
আমি আঁকছি
একজোড়া বিষণ্ণ নদী

আফাল'র জলবৃত্তে প্রোথিত
তেজস্বী ঢেউ
বাউল আঙুলে
ধুকপুক করছে
জলজোছনা'র রিদম

মুঠোয় তুলে বানভাসি 'রু'
হাওড়ের প্রান্তরেখায়
বসে একা
ঠোঁটের তৃষ্ণাজুড়ে
গেঁথে যাই
কয়েক পঙ্‌ক্তির বেদনা...।