কবিতার মতো সম্মোহনী বিকেল
নামহীন এক কিশোরীর ঠোঁটে জমে ওঠে
সুরমার খরস্রোতা নদী, যেন ভাষাহীন প্রেমের ব্যাকরণ—
সাতরঙা গোধূলি জলজ কান্নার ছায়া ছুঁয়ে
হাওড়ের বুক জুড়ে খেলে ভাঙা আয়নার বৌছি খেলা।
মেঘ-অন্ধকারে ফেরারি শব্দচূর্ণে
তাপোষ্ণ বাতাস বাজায় অন্তঃস্থ কল্পনা-সিম্ফনি
উজাই মাছের কণ্ঠে, ডাঙার কাব্য তোলে সুর।
বৃষ্টি-রোদে নোনা প্রতীক্ষা গায়ে মেখে
ঘুমে ভেজা পাখি হিজলের ডালে স্বপ্নের ওড়না মেলে।
পাতাবাহারে নামে ঈশ্বর-শূন্য বিশ্বাসের ঘ্রাণ
মাটির বৃক্ষেও জেগে ওঠে গোপন আকুলতা—
‘জলজোছনা’ নয়, এই তো নক্ষত্র-জমা চোখের অন্তরঙ্গ ঘাম
যেখানে প্রকৃতি এক সংলাপহীন দার্শনিক!