সর্বভূক কথারা বসে নেই
হাঁটে, থামে,ভাবনায় ফিরে
কখনও কথার-কথারা
রাঙা হরিণ ছানার মতো
হাঁপিয়ে লাফিয়ে দৌড়ায়...

ইচ্ছেডানার পালক উড়ে যাচ্ছে
বসন্ত শৈশবে
স্বপ্নাহত পাখির নিরাশ্রয়ী প্রেম
নিরালায় ধ্যানমগ্ন চুপচাপ
অনাহুত রাত্রির গানে
অন্তরঙ্গ শব্দেরা খই ফোটায়
বিমর্ষ জানালার ছায়াপাশে

মেঘ চুমুকে;জলভাঙা ডানায়
খসে পড়লে বৃষ্টির উষ্ণতা
বেদনারা হামাগুড়ি দিয়ে আসে
ঢেউ তোলে চোখের কার্ণিশে

স্মৃতি আখ্যানে আটকা পড়েছে
নিয়তির দেহকাল
জ্যোৎস্না স্রোতের সঙ্গে
গলাগলি হাতড়ে চলে
এক পসরা মেঘছায়া অন্ধকার

বাড়ন্ত নদীটা হৃদরোগে আক্রান্ত
বসানো হয়েছে কৃত্রিম হৃদপিণ্ড
তবুও নোনাজলের ঢেউ  
মরমীচোখে গান লিখে অবিরত
প্রণয়ী ডাহুকের নামে...।