চোখজুড়ে
অবসন্ন কষ্টের ঢেউ
নদী বয়ে যায়...
ঢেউয়ে ঢেউয়ের
জলদীর্ঘ মৌনতা

ওষ্ঠের কোলাজে
দানাবেঁধে আছে
শরৎ তরঙ্গে মুখর
বসন্তের—
ক্লাসিকাল রিদম

শরতের আহবানে
ঢেউভাঙা সবুজে
চঞ্চু ডুবিয়ে
পাখিরা বুনে শারদ স্বপ্ন
মুঠো মুঠো
দুধসাদা পালক
ফেলে যায়
বহতার উষ্ণতায়

হৃদয়ে নিঝুম গ্রীষ্মের
ফিনিক্স দুপুর
শিশিরের ফোঁটায়;
প্রণত জোছনা

বিবর্ণ বালুচরে
গড়িয়ে পড়ে
আয়ুস্মতি চাঁদ
ময়ূরী পেখম তোলে
থোকা থোকা
কাশফুল
মরমিয়া-প্রেম মজে
প্রিয়তম বিকেলের
জোছনায়...।