কিছুই বলার নেই সবকিছুই স্বরহীন
আছিয়ার শবদেহ কাতরাচ্ছে আয়ুর দুঃস্বপ্নে
নদীর ভাঁজে ভাঁজে জখমানলের ঢেউ
দুঃসহ বেদনার বাতাস বইছে মৃত্তিকাজুড়ে
কলঙ্কিত পৌরষত্ব, ইতর খাদক এক
পাপকে খন্ডন করে কেবল মাংসাশী শ্নিশ
শৌর্যবির্যের দেয়াল থেকে ঝরে পড়ে শ্লোগানের পংক্তি
রক্তশোকে তড়পায় প্রজন্মের পাখি
পালকে লিখে রাখে সম্ভ্রমের আর্তি
শাশ্বত ফুলে ফুলে উড়ে কলতানের পায়রা তবু
মহাকর্ষ পথেই ফিরে জীবনপানে
বেঁচে থাকে প্রতিটা ভোরে—সশব্দ সূর্যোদয়ে
দেয়ালে দেয়ালে আঁকে হু হু বারুদের গ্রাফিতি
ভয়ার্ত নদীর বুকভাঙে শুধু বিলাপের কান্নায় ...