কুহকজালে বন্দী বেহিসাবি জীবন
অন্ধকারের বিবর্ণ ছায়াপথে
হাঁটতে হাঁটতে ক্লান্ত যে নাবিক
টানাপোড়েন গল্প শুনে ঘুমে যায় ফিরে
রক্তশোকে কাতর—
স্বপ্নভাঙে কাঁটাতারে
প্রহসন বেদনায়;
আঁতকে ওঠে ফেলানির ঝুলন্ত শরীর

মর্মে প্রসূত শব্দগুলো
হলুদ খামের ভিতর
পড়ে আছে নিথর
ছিনাল ঢেউ বিড়ম্বনায়
নদীও লিখে
উঠতে পারেনি
আর কোনও জলকেলি কাব্য

সাগর-মেহেরুন রুনির
দীর্ঘশ্বাসের আর্তি ঝরে
কলমের নিপে
এখনও ভারসাম্যহীন
তদন্তের নির্দেশ দেখে
শিশিরভেজা আঁখি

পথভুলা জোৎস্না'র অন্ধকারে
নিরালায় কেঁদে কেঁদে ফিরে অবলা পথিক...।