কারা আজ আগুন জ্বালায়
ধর্মশালায় ছদ্মবেশে
কারা আজ দ্বন্দ্ব লাগায়
ধর্ম নিয়ে লাল-সবুজের দেশটাজুড়ে

কারা আজ আঁচল ছিঁড়ে
আমার বোনের পরন হতে
কারা আজ সহিংসতা
ছড়িয়ে দিল বারুদবুকে
  
কারা আজ খর্ব করে
এই জনতার সব অধিকার
চোখটা রাঙায় খুব ক্ষমতায়
ভূলুণ্ঠিত সব ইতিহাস  

কারা আজ মানুষ মারে
ট্যাগ লাগিয়ে খামচে ধরে এই পতাকা
প্রতিরোধ করতে চলো
মশাল হাতে সব জনতা

কারা আজ মানুষ লুকায়
বিভৎসতায়—'আয়নাঘরে'
দিগ্বিজয়ের দোহাই দিয়ে
নানান রকম বায়না করে

কাঁদছে মানুষ চিৎকারে আজ
প্রতিবাদ করতে চলো
প্রতিরোধ করতে হবে
দমন নামে রক্তখেলা
ধ্বংস করো অসুরবৃত্তি
বাংলাদেশের...

চলো যাই শহিদমিনার—রুখতে হবে
শক্তহাতে অসভ্যতা
এসো দাঁড়াই এক কাতারে
ঘৃণা ছুঁড়ো হুঙ্কারে

জাগাও তবে চেতনাবোধ
জাগতে হবে আগুন চোখে
জেগে ওঠো
একাত্তরের বিপ্লবীরা
এই মাটিতে... |