পৃথিবী বদলায়— রহস্যের ঘেরাটোপে,
বদলায় মানুষের মুখ।
নিয়তির নিয়মে মায়াজালে মোড়া
জীবনও নেয় নতুন রূপ।
অন্ধকার সিঁড়ি বেয়ে
কখনও ছোঁয় সমুদ্র-ঢেউ,
আবার কখনও জল হয়ে
ছড়িয়ে পড়ে ফড়িংয়ের ডানায়।
শ্রীপৃথিবী জানে— বদলে বদলে
চিরকালই চলেছে বাঁচার লড়াই,
বেঁচে থাকাটাই যেন মৃত্যু-তূণের
নিয়তির শাণিত তির।
অপ্রতিরোধ্য বিদেহী সুরে
বয়েই চলে আরশিনদী
স্রোতের বিপরীতে।
বিরহের নাগরদোলা মেতে ওঠে
জীবনের অন্তহীন প্রপাত-পথে।
আহা জীবন!
পরাজিত মোহের মন্দাক্রান্তা ছায়া,
অন্তরে জেগে থাকা
সৌন্দর্য-স্মৃতির কাঁটাঝোপ।
মানুষও বদলায়—
বদলায় প্রতিশ্রুতির মুখনিঃসৃত ছায়া,
অথবা— ভালোবাসার নিঃশব্দ মন্ত্রজাল।
আসলে কে-ই বা কাকে দেখে
এই বিপুল পৃথিবীতে?
মানুষ জানে না,
জীবন মানে কী!
এ জীবন— যেন অ্যান্ড্রয়েড ফোনের
কীপ্যাডে চাপা পড়ে থাকা স্পর্শ,
শরীরি রুটিনে গাঁথা
একটা অমিত চক্রজাল।
শেষটায়—
ভাঙা শানকির মতো পড়ে থাকা
বৃথা আলোছায়া।