পৃথিবীও বদলায় রহস্যের ঘেরাটোপে
বদলায় মানুষের মুখ!
বদলে যায় মায়ামগ্ন জীবন নিয়তির
নিয়মে,শ্রীপৃথিবী জানে—
বদলে বদলে অনন্তকাল
বেঁচে থাকাটাই মৃত্যুর তূণের ছিলায়
মৃত্যুময় জীবন এই তো—
বিধাতার বেঁধে দেয়া নিয়তিবৃত্ত

অপ্রতিরোধ্য বিদেহী গীতিকা
আরশি নদী বয়ে যায় স্রোতের বিপরীতে
বিরহের নাগরদোলা যেন
মেতে ওঠে অন্তহীন জীবনের প্রপাতে
জীবনটাই তো আহা!
পরাজিত মোহের মন্দাক্রান্তা সৌকর্য

মানুষও বদলায়
বদলায় প্রতিশ্রুতি মুখঃনিসৃত
কিংবা—প্রতিশ্রুতি নিঃসৃত
ভালোবাসার মন্ত্রজাল
আসলে কে করে কার
এই পৃথিবীতে দেখভাল!

মানুষ কী জানে, মানুষের জীবনটা কী!
জীবন তো—অ্যান্ড্রয়েড ফোনের
সাদৃশ্য কীপ্যাড
বস্তুত শরীরি জীবন!
চক্রজালে আঁকড়ে থাকা অমিত
দিকচক্রবালে পড়ে থাকা ভাঙা শানকি...।