মাটির গন্ধে পা ভিজে যায়, শব্দের নেশায় ধরি,
পথে পথেতে ফিরে বেড়াই, মেঘে ঢেকে যায় শরী।
পকেটভরা কংক্রিট-ব্যথা, হাঁটি দুঃখের টানে,
প্রতিদিনের আয়ু গন্ধে, বাজে যাযাবর গানে।
কবিতারই পেয়ালা কাঁপে, জল ঢালে না কেউ,
শব্দেরা সব মুখ লুকায়, স্বপ্ন পোড়া ঢেউ।
প্রজাপতি ঠোঁটে এসে, থামে পঙ্ক্তির ধ্যান,
হিয়ার মাঝে কাঁপে তারা, জাগে সোনার প্রাণ।
তুলি আঁকে নদীর গায়ে, জলের অনুবাদ,
হতশ্রী ঐ ঐকতানে, বাজে বিষণ্ন সাদ।
জঞ্জালেরই জাল পেরিয়ে, খুঁজি শব্দের রেশ,
একাকী সেই অন্তরালে, কাব্য পায় না কেশ।
(মাত্রাবৃত্ত : ৮: ৬)