জলে টলোমলো অন্তরীক্ষ
নীলখামে নদীর নামে বৃষ্টি লিখি
মনমজে রয় চৈতী-হাওয়ায়
প্রেম লিখি ঢেউয়ের চোখে
ঢেউয়ে ঢেউয়ে জলভাঙার শব্দ কুড়াই
রাতের ভেতর প্রোথিত তৃষ্ণা
মান ভাঙে—সুকান্ত'র কাব্যপাঠে...।