দুরন্ত ময়ূরীর মতো
পেখম ধরে আছে সুনীল আকাশ
সিঁথির রেখায় আঁকা হাওড়ের স্ব-গ্রাম
গোধূলির ঢেউ ভাঙা মায়ারোদ
শৈশব প্রেম উছলে ওঠে অন্তহীন
সবুজের মৌ মৌ ঘ্রাণে  
দাঁড়-বৈঠার লিরিক্যালটানে মজে
হাওড় মাঝি
জলকেলি ঠোঁটে ফিরায় সুরের পারদ

জলমৃত্তিকার মেঠোপথে হেলেদুলে
সাঁতরায় ঊষালগ্ন নদী
যেনো বসন্তের বিহলবালিকা এক;
উড়ান চুলের ভাঁজে ভাঁজে তানধরে
বৈশাখি সংলাপ
সবুজের কাজল মেখে বালিহাঁস
উচ্ছ্বাসে ফিরে
আপন আঁচল বিছিয়ে রাখে হংসরমণী
থইথই ঢেউ ভাঙে অবারিত জোছনা  ...।