প্রতিটি ভোরই বাসনার হলুদে ভেজা
গোধূলি পেরিয়ে নামে রাত্রির স্তব্ধতা।
নিয়তির অন্ধকারে—
ভেঙে পড়ে দীর্ঘ হবার স্বপ্ন,
জীবন বয়ে চলে নদীদীর্ঘ দহন।
দগ্ধ মুখের আয়ু ছুঁয়ে যায় নিঃসঙ্গ স্রোত,
নিখাদ ছোঁয়ার তৃষ্ণা জাগে প্রতিমুহূর্তে;
নিশি-উত্তাপে জ্বলা ঠোঁটে
উৎকীর্ণ হয়ে থাকে জ্যোৎস্না ভাঙার বেদনা।
দীর্ঘশ্বাসে বোঝাই শকট ছুটে চলে দূর,
ঠোঁট ফুঁড়ে বেরিয়ে আসে গীতল কান্না—
নিরীহ জীবনের গভীর মৃদঙ্গস্বর...।