প্রতিটা ভোরই বাসনার হলুদভেজা
গোধূলি পেরোয়, অতঃপর—
যাপন করে রাত্রির অফুরন্ত
নিস্তব্ধতা আর—নিয়তির অন্ধকারে
দীর্ঘ হবার স্বপ্ন ভাঙ্গে...
দগ্ধমুখ আয়ু বয়ে চলে নদীদীর্ঘ রাত্রি
নিখাদছটা'র সঙ্গম তৃষায়;
নিশি তাতানো ঠোঁটে উৎকীর্ণ করে রাখি
জ্যোৎস্না ভাঙার দুঃখ...
দীর্ঘশ্বাস বোঝাই শকট ছুটেই চলেছে
গীতল কান্নাগুলো ঠোঁট ভাঙলে
বেজে ওঠে নিরীহ জীবনের মৃদঙ্গ ...।