পঞ্চভূতে উন্মুখ মড়মড় নদী,
স্রোত নীল—অনুক্ত; বিকেল ধাবমান।
ফিরে এসো, অভিমানী শালিক,
শোক কাটিয়ে দাঁড়াও বেদনার মুখোমুখি—
জীবন স্বরের গভীরে।
ঝরাপাতার নিশ্বাসে ফোটাও
নিরঙ্কুশ জোছনার গান।
আয়ুত্রাহি জোয়ার-ভাটায়
তবুও টেনে যাই ভাটিয়ালি দাঁড়—
কামনার চুম্বন এঁকে
ঢেউভাঙা ঠোঁটে।
বসন্ত সারঙ্গী উথলে ওঠে
বিরহের শয্যায়...।