বসন্ত দাহে পোড়ে হৃদয়,
নদী বয়ে আনে অশ্রুত প্রেমের ধারা।
কবিতার ডাকে
তবু রূপভেজা এক বিকেল ফোটে,
ঢেউ মিশে যায় পালকের উচাটনে—
ক্যানভাসে আঁকে প্রণয়ের তুমুল জিকির।
আহা, নীলাদ্রির জলে
ভেসে যায় জ্যোৎস্নার পিরামিড,
ভাসে স্বপ্ন, স্নিগ্ধতা, রূপান্তরের ঢেউ।
মেঘেরা চেয়ে থাকে—
লালচোখ ধুয়ে আসে ধীরে,
রাজহংস নদীর কাছে।