নিদ্রাহীন দুঃখ গুঁজে রাখি চোখের পাতায়,
কোনো এক শূন্য রাতের অন্ধকারে—
ভিজে থাকে অনিঃশেষ অভিমান!
যেন দুঃখ নয়,
ভালোবেসে গেঁথে রাখা একরাশ বিষাদ…
চাঁদের আলোর নিচে রোদন হয় কুহেলিকা,
শব্দেরা গলে গলে জলে মিশে যায়।
কোনো এক জ্যোৎস্নাভেজা নদীতীরে
চোখের জলে গড়িয়ে পড়ে কবিতা,
ভাসিয়ে নেয় কল্পনার ডিঙি।
ভবিষ্যৎহীন ফেলে আসা সময়েরা
বিলীন হয়ে যায় কোলাহলহীন ঢেউয়ে।
আর আমি—
নিদ্রাহীন দুঃখ গুঁজে রাখি চোখের পাতায়,
অভিমানী নদীর মত নিঃশব্দে বই,
যেন তুমিও জানো না,
এই নৈঃশব্দ্যই আমার একান্ত প্রণয়।