আমি অঙ্কে খুবই কাঁচা, পাটিগণিতে তবুও
কখনওই অকৃতকার্য হইনি, বীজগণিতের সূত্র জানা নেই
শামুকভাঙা বেদনা শিখিয়েছে আমাকে
ভালোবাসার কিছু জ্যামিতিক সূত্রাবলি

উড়ান পাখির মুখনিঃসৃত কাব্যকথার ছন্দ, পর্ব
কিংবা মাত্রা হিসেবের সাধ্যজ্ঞান নেই আমার
আটকা পড়ে আছি
গন্ধম ভোজনের ঐশ্বরিক পাঠেই
নিরীহ জীবনের হিসেব কষি এখন রোমান হরফে...!