সন্ধ্যা পরক্ষণে;
টইটম্বুর জোছনা লুকায়
ওমের আস্তরণে
ভগ্নহৃদয়ে ঢিলছুঁড়ে
কুয়াশার ভাঁজভাঙা কথারা
শিশিরকণা গুলোর
মিলিত স্বরে
দুঃস্বপ্নের ঘুম ভাঙে নবনীতার
প্রেমে জবুথুবু নিশিথে
আহ্লাদী খোঁপা বেয়ে ঝরে
একমুঠো চুম্বনের ঘ্রাণ

নেপথ্য মেঘভ্রমে
রাতভর নির্ঘুম কথার আস্তরণে
আমি যে স্বপ্নকে
ভেজা রুমালে
সেলাই করেছিলাম
ভোরের নদীতে রাত্রি ডুবে
যাওয়ার আগেই
ভাবনার হাওড়ে ঢেউ তোলে
অক্ষি স্নানের গান

ঠোঁটের কোলাজে শ্লোকগাঁথা নদী
নড়েচড়ে ওঠে কুমারী ঢেউ
স্তবকে মন্থর; থইথই শব্দ মিশে
হিমহিম ওমে
হেমন্তের লৌকিক প্রত্যুষে
সূর্যের সারথি কেবল মুচকি হাসে...।