কচুপাতা বেয়ে ঝরে জলভাঙার অশ্রুত বেদনা
প্রণয়ের কাজরি ঠোঁট বিষণ্ণ বিধুর
চোখভাঙে জ্যোৎস্নাকণা বিমর্ষ জানালায়
ভেজা বাতাসে ঘ্রাণ ভাসে—
অন্তরঙ্গ অনুরণনের; যেন স্মৃতির কর্পূর...।