বর্ষার কালোমেঘে ছেয়ে গেছে অন্তরীক্ষ
কোলাহলমুখি সারোপাখি
ক্লান্তির
ডানামেলে
ওড়ে
হলুদছায়া ফেলে দ্রুতগামী ট্রেনের ওপর
কৃষ্ণচূড়ার নিচে
ওতপেতে বসে আছে
মার্বেলকোণ শামুক
বোধের পান্ডুলিপিজুড়ে ভীষণ কাব্যখরা
ডুবে আছি আমি
আয়না ও ধূলোর ভিতর
তবুও আর্দ্রঠোঁটে
দীর্ঘ চুম্বনের বিশ্বাসে
নির্বেদ প্রহর কাটে হেলালী'র
বেদনায় ত্রাসিত হৃদয়
হে অনন্ত ময়ূখ; স্বপ্নে ফোটাও কাব্যের স্পর্শ
তোমার শাশ্বত চুম্বনই
ফেরাতে পারে
প্রেমকপোকাত ঠোঁটে শুদ্ধভালোবাসা...।