বর্ষার কালোমেঘে ঢেকে গেছে আকাশ,
কোলাহলমুখর সারোপাখিরা
ক্লান্তির ডানামেলে উড়ে—
হলুদছায়া ফেলে দ্রুতগামী ট্রেনের ওপর।
কৃষ্ণচূড়ার ছায়ায়
ওত পেতে বসে আছে
শামুক, মার্বেলের নিঃসঙ্গ কোণে।
চেতনার পাণ্ডুলিপিতে
নেমে এসেছে তীব্র কাব্যখরা।
আয়নার ধুলোয় ডুবে থেকেও
আমি ধরে রাখি বিশ্বাস—
আর্দ্র ঠোঁটে দীর্ঘ চুম্বনের আশ্বাস।
নির্বেদ প্রহর গড়িয়ে যায়,
তবুও—
হেলালী অপেক্ষায় থাকে
ভালোবাসার বারিধারায়।
বেদনায় কাঁপে হৃদয়।
হে অনন্ত ময়ূখ—
তোমার শাশ্বত চুম্বনই
ফিরিয়ে আনতে পারে
ঠোঁটের গভীরে শুদ্ধ ভালোবাসার উষ্ণতা।