ভেতরে বৈশাখী আস্ফালন
রাতজুড়ে জড়িয়ে আছে
অঢেল বিষাদ; চুমুকের ঋণ

দুঃস্বপ্নের ঢেউগুলো ক্রমাগত
জড়ো হচ্ছে
নিঃসঙ্গতার ম্যানহলে

রাত্রি সেও তো জ্যোৎস্নার অনুমিত বেদনা  
যা দৃশ্যমুখর অনুমেয়

অন্ধকার যাপনের প্রগাঢ় দুঃখ
এখন
জলের অনুবাদে
কেবলই
গান হয়ে বেজে ওঠে...।