স্বপ্ন এখন আর্কাইভে জমা দেওয়া ছবি—
যেখানে কান্না ফিল্টার পায়, হাসি হয় রি-টাচড।
আমি যন্ত্রণাকে স্ক্রল করে এগিয়ে যাই,
জীবনের নোটিফিকেশন আসেই না আর—
তবু হৃদয়ের ইনবক্সে জমে থাকে এক নিষিদ্ধ আলো।