কামধেনু ভাবনায় উড়াল বালিহাঁস
রূপের ডানায় শুইয়ে আছে
গ্রীষ্মের নিদাঘদুপুর
রূপবতী হাওড়ের মতো সান্ধ্যঢেউ
ঢেউয়ের গভীরে সাঁতার কাটে চঞ্চলা সারস
আর আকণ্ঠ পান করে মেঘমেদুর উষ্ণতা
প্রেমপ্রস্ফুট আষাঢ়ে আয়োজনে
বৃষ্টিমুখর নদীতে ওঠে নিশীথ স্বরের ঢেউ
চুমুকজলে কাঁপন ছড়িয়েছে শুধু সশরীর রাত...।