মেধাশহীদের রক্তে আঁকা
ক্যানভাস
রক্তলাল হয়ে আছে
শ্রাবণের উপত্যকা
বাতাসভেজা আগুনের জলে
চেতনার বিষাদ
ক্রমশ জড়ো হচ্ছে
মানচিত্রসড়কে
ফ্যাসিবাদ লীলায়
থুবড়ে পড়ে
আগুনমন্থন ঠোঁট
ভেস্তে গেছে কাজরি সন্ধ্যা

বনেদি বুকজুড়ে
রক্তের শোক
ঋণের অশ্রুপাতে পাখিরা
তড়পায়
চিৎকার ফাটিয়ে গায়
হতশ্বাসের গান
সতীর্থের সংরাগী-মুখ
চোখভাঙে
বিভৎস আয়নাঘরে...।