হেমন্তে হিম-বাতাসে দোলে মাঠের সবুজ
দোয়েলের শিসে নিস্তব্ধ দুপুর
সবুজের গায়ে লেগে থাকে স্মৃতিঝরা রোদ
ফিরে উচ্ছ্বল শৈশব নতুন ধানের গন্ধে
নৈঃশব্দ নদীর ডাকে দেহ ধুয়ে কলতানে মাতে
কবিতার বুনোহাঁস, পাতিহাঁস, সাদা বক
আর হাওড় কিশোরী মতন
ডুবে ডুবে সাঁতরায় ভাবনার নির্ঝরে
নামে যখন অভিমানী বিকেল সোনাঝরা দিনে
শিশিরের ফোঁটায় লুকিয়ে জোছনা বিলায় পঞ্চদশীর চাঁদ
মনপোড়া পৃথিবীর আকাঙ্ক্ষার হাওড়
নির্জন হয় বাউলের একতারায়
আর পুরনো জলছাপ-পথ ধরে হাঁটে পরিযায়ীগুলো
পালকে মাখে হাসনাহেনার ঘ্রাণ
জলের গানে সুরের মূর্ছনা জাগায় ঘুঘুর বহর
হেমন্তের অস্তিত্বে নবান্ন ধামাইল ফিরে
গোপন প্রেমের পসরা সাজে মনের গহীন ...।