সুহাসিনীর ভ্রু-পল্লবে আঁকা হেমন্ত-গ্রাম
প্রভাত ভেজা বাতাসে ঘ্রাণ ভাসে অধরের
হিমেলী উত্তাপে আঁচল বিছিয়ে রাখে
স্বগ্রাম-মৃত্তিকা  
দুলে দুলে ওড়ে পূর্ণগর্ভা ধানের শীষ
প্রজাপতি রঙ ছড়ায় জোছনা ফোটে ডানায়
উষ্ণ বিকেলের সৌকর্যে
সবুজে কাঁচুলি বাঁধে সুরমা নদী
প্রেমসঙ্গে ব্যাকুলা মন;
এক টুকরো হাওড় মুঠোয় তুলে আনে নির্জনে
চোখের খোয়াবে শুধু বসন্ত মাসকারা...।